
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে প্রশংসায় ভাসালাম আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেত্রী জানান, জীবনসঙ্গী হিসেবে সালমান ও নাসির তাদের স্ত্রীকে বেশ সম্মান করেন।
তিনি লিখেন ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি, যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে। যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’
তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি সেটা উল্লেখ করেননি এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ে ব্যস্ত না থাকলেও মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন তিনি।







































