
জেলা প্রতিনিধি (ভোলা):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, মেজর জিয়াউর রহমান আগ্রহ না থাকা সত্বেও জনতার আগ্রহের কারণে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করেন এবং কিছুদিন পরেই জনগনের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। জিয়ার রহমানের শাসনামলকে স্বর্ণ যুগ হিসেবেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যার পর ভোলার লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, জিয়াউর রহমান এদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছেন। জিয়াউর রহমানের সততা এবং দেশ প্রেম এদেশের মানুষ আজীবন মনে রাখবে। তার মত সত্য লোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কেহ আসেনি। নেতাকর্মীদর উদ্দেশ্যে তিনি বলেন জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে সকল লোভ-লালসার উর্ধ্বে থেকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এর সভাপতিত্বে এবং উপজেলা জাজাস সভাপতি আজাদুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, সোহেল মোঃ আজীজ শাহিন, এন.এন.এম ফয়সাল হায়দার, এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া ঝান্টু, সাধারন সম্পাদক কারুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলে সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন, সাধারণ সমাপদক মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ উপজেলা ও পৌরসভার বিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




























