
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,মনোনয়নের প্রাথমিক তালিকায় নাম না থাকলেও জনতার অকুণ্ঠ ভালোবাসা ও তৃণমূলের আস্থার ঢেউয়ে ভাসছেন।
শুক্রবার বিকেলে ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার খবর ছড়িয়ে পড়তেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক মুহূর্তেই পরিণত হয় এক অভূতপূর্ব জনসমুদ্রের মিছিলে।গ্রাম থেকে শহর,তরুণ থেকে প্রবীণ সব বয়সের মানুষ মোটরসাইকেল ও পায়ে হেঁটে ছুটে আসে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।সড়কজুড়ে সৃষ্টি হয় জনস্রোতের অপ্রতিরোধ্য ঢেউ,যেখানে প্রতিধ্বনিত হচ্ছিল স্লোগান এই-সেই মানি না,কামরুল ছাড়া বুঝি না!কামরুল ভাই এগিয়ে চলুন,তৃণমূল আপনার সঙ্গে আছে।
স্থানীয় বিএনপি কর্মী রুবেল মিয়া বলেন,মনোনয়ন না পেলেও কামরুল ভাইয়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া।তিনি শুধু একজন নেতা নন তিনি মানুষের বিশ্বাস,আশা আর ভালোবাসার নাম। তিনি জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেটিই তাঁর আসল শক্তি।
ভালোবাসায় আপ্লুত কামরুজ্জামান কামরুল বলেন,আমি জনগণের সৃষ্টি, নেতা নয়।মনোনয়ন নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় আজীবন লড়াই চালিয়ে যাব। জনতার আস্থা ও ভালোবাসাই আমার আসল পুরস্কার।তিনি আরও বলেন,“সম্প্রতি যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেটি প্রাথমিক। এখনো চূড়ান্ত মনোনয়ন হয়নি। আমি বিশ্বাস করি,দল তৃণমূলের মতামত ও জনগণের প্রত্যাশাকেই মূল্যায়ন করবে।”
কামরুজ্জামান কামরুল আরও জানান,দলের হাইকমান্ড স্পষ্ট বলেছেন যারা সবচেয়ে বেশি নির্যাতিত,যারা জনগণের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত, যারা সবচেয়ে বেশি জেল খেটেছে দল তাদেরই মূল্যায়ন করবে। আমি সেই মূল্যবোধের ওপরই আস্থা রাখি।
স্থানীয় তৃণমূল রাজনৈতিক কর্মীরা মন্তব্য করেন, আজকের এই দৃশ্য প্রমাণ করে,মনোনয়ন হারালেও জনতার আস্থা ও ভালোবাসায় হার মানেননি কামরুজ্জামান কামরুল।তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের এ জনস্রোত যেন বলছে জনগণের নেতা কখনো একা নন, কারণ মানুষই তাঁর শক্তি।”
তাঁরা আরও বলেন,একজন তৃণমূলনির্ভর নেতা যখন জনগণের হৃদয়ে স্থান করে নেন, তখন তাঁর জনপ্রিয়তা মাপা যায় না মনোনয়নে বরং জনতার ভালোবাসাই হয় তাঁর প্রকৃত পরিচয়।




























