
বৃহস্পতির তুঙ্গে থাকা টটেনহ্যাম হটস্পারের জয়রথ অবশেষে থামল। সোমবার রাতে উড়তে থাকা স্পার্সদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটাই প্রথম হার স্পার্সদের। উত্তর লন্ডনে নয়জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের ধসিয়ে দেন নিকোলাস জ্যাকস একাই। মাতেন চেলসিতে যোগ দেওয়ার পর প্রথম হ্যাটট্রিকের আনন্দে।
নিজেদের মাঠে টটেনহ্যাম হারে তাদেরই সাবেক কোচ মউরিসিও পচেত্তিনোর রণকৌশলের কাছে। ২০১৯ সালে বাদ পড়ার পর টটেনহাম স্টেডিয়ামে আর্জেন্টাইন কোচের প্রত্যাবর্তন হলো শত্রুবেশে। পুরোনো ক্লাবের হাঁড়ির খবর যে তার ভালোই জানা, লন্ডন ডার্বিতে সেটি ভালোভাবেই বোঝা গেল।
হাতের তালুতে চেনা মাঠে শুরুতেই এগিয়ে যায় টটেনহ্যাম। ঘড়ির ৬ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন সুইডিশ ফরোয়ার্ড কুলুসেভস্কি। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি আধাঘণ্টাও। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কোল পামার। এর আগে ৩৩ মিনিটে ১০ জনের দলে নেমে আসে টটেনহ্যাম। লাল কার্ড দেখেন ক্রিশ্চিয়ান রোমেরো।
দ্বিতীয়ার্ধে আরও বড় ধাক্কা খায় টটেনহ্যাম। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন উডোগি। সুযোগটা দারুণভবে কাজে লাগায় চেলসি। নয়জন খেলোয়াড় নিয়ে লড়াইয়ে নাকাল হয়ে পড়ে স্বাগতিকরা। ৭৫ মিনিটে নিকোলাসের গোলে লিড নেয় ব্লুজরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জ্যাকস করেন আরও দুই গোল। ১০ ম্যাচে পাঁচ গোল হলো তার। আর লিগ মৌসুমে এটা দলের চতুর্থ জয়।
১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চেলসি উঠে এসেছে টেবিলের দশে। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের টপকে শীর্ষে ফেরার সুযোগ ছিল টটেনহ্যামের। ২৬ পয়েন্ট নিয়ে দুয়েই থাকল তারা।







































