
আরাফাত আলী, স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অপর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার এলিচ মাহমুদ ও সুবেদার বাদল তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী।আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক শাহিনুর রহমান, হাজী কফিল উদ্দিন মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওবায়দুল্লাহ, সুশীলন এনজিওর পরিচালক মোস্তফা কামরুজ্জামান, ছাত্র প্রতিনিধি আমির হামজা ও মারুফ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উক্ত সভায় বক্তারা বলেন,ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা করেন।
এসময় সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




























