
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গতবছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা খাড়াজোড়া এলাকায় অবস্থিত নির্মানাধীন গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে এবং গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর গেটের নামফলকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়- মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কিন্তু পুলিশ বলছেন,দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আসলেও পুলিশি টহল থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান,দুর্বৃত্তরা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে নাম ফলক এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর গেটের নামফলকে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা পুলিশে উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।





























