
স্টাফ রিপোর্টার তাহিরপুর উপজেলার কাউকান্দি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে বৃহস্পতিবার(৮জানুয়ারি) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে বাজারের বিভিন্ন প্রান্ত এবং যানবাহনে নির্বাচনী বিলবোর্ড,ব্যানার ও স্টিকার সরানো হয়। স্থানীয় জনগণকে সতর্ক করে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।অভিযানকালে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত,বাজারের দুটি দোকান থেকে অননুমোদিত ইউনানী ও শক্তিবর্ধক সিরাপসহ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মোট ১২,০০০ টাকা জরিমানা প্রদান করা হয় এবং জব্দকৃত পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন,নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং ভোক্তা অধিকার রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























