
আলোকিত সাহিত্য বিভাগ:
মৌনতা
মনির মোহাম্মদ
মৌনতার ছবি আঁকি সন্ধ্যা নিরবতায়,
চেনা শহর অচেনাদের না বলা কথায়।
জানিস কি তুই এই শহরে বৃষ্টি নামে রোজ,
সারা গায়ে বৃষ্টি মেখে তোকেই করি খোঁজ।
মধ্যরাতে পূর্ণিমা চাঁদ আগের মতই উঠে,
লুকোচুরি মেঘের ফাঁকে জোছনার ফুল ফোঁটে।
হলদে রঙা পাতাগুলো যাচ্ছে সবই ঝরে,
আসবে ফাগুন লাগবে আগুন সবুজ পাতার তরে।
হাজার পাখি গান শুনাবে পুরোনো সেই সুরে,
গরম কফির আড্ডা হবে সারাটা বিকেল জুড়ে।
পাগলামিটা আগের মতই কিছুই কমেনি,
সময়টাই আজ হারিয়ে গেল কোথাও থামেনি!







































