
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে 'ঘরে ঘরে জনে জনে' গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে পঞ্চগড় পৌর ছাত্রদল। রবিবার (১৮ জানুয়ারী) দুপুরে পঞ্চগড় পৌর ছাত্রদল সদস্য সচিব শামিম ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।'ঘরে ঘরে জনে জনে'পঞ্চগড় পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে নিম্নগড়, কাগজিয়াপাড়া,বিএম কলেজ এলাকার প্রত্যেকটি 'ঘরে ঘরে জনে জনে' মাধ্যমে শেষ হয়। এতে পৌর ছাত্রদলের সাইয়্যেদ শান্ত,বেলাল ইসলাম,মাসুদ রানা,রাকিব হাসান,রয়েল ইসলাম,সোহান,মামুন ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।শামিম ইসলাম বলেন,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আপনাদের সবার পরিচিত মুখ,বিগত দিনে আপনারা যাকে ধানের শীষে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন,আমাদের বটবৃক্ষ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার স্যার অসুস্থ ওনার জন্য দোয়া করবেন।এইবার পিতার ধানের শীষ প্রতিক নিয়ে তার ছেলে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন।আপনার মূল্যবান ভোট ধানের শীষে প্রতিকে দিয়ে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে সংসদে পাঠাবেন।তিনি আরও বলেন, “বিএনপি’র পক্ষ থেকে পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করবে।সাবেক জেলা ছাত্রদলের নেতা সাইয়্যেদ শান্ত বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে আছি।বিগত ১৭ বছর সঠিক নেতৃত্বের অভাবে পঞ্চগড়ে কাংখিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে লুটপাট আর সরকারি অর্থ লুট করা হয়েছে। যা জনকল্যাণে কোন কাজে আসেনি। সেজন্য পঞ্চগড়ে মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি।তাই আমরা এইবার বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক,পঞ্চগড় -১ আসনে ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির ভাইকে ভোট দিয়ে আমরা একটি মডেল পঞ্চগড় গড়তে সহযোগিতা করি।





























