
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও তার স্মৃতিচারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমীর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এনায়েত নগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করেন এবং আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে প্রার্থী মনির হোসেন কাশেমীকে ঐক্যবদ্ধভাবে জয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। |
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা মুসলিমনগর এতিমখানার মাঠে এনায়েত নগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে। দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি ও পরকালে নাজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মুসা নেছারী।
এতে মুফতি মনির হোসাইন কাশেমী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, তিনি নিজের পুত্র বা পরিবারের জন্য নয়, সর্বদা দেশের মানুষ ও জনগণের কথা চিন্তা করতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতেও তিনি মাদ্রাসার মেয়েদের উপহার দিতেন। তিনি নেতাকর্মীদের কাছে দেশের জন্য এগিয়ে আসার ও জনগণকে বাঁচানোর আহ্বান জানাতেন।
ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আজ সারদেশ শোকে পরিণত হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন ছিল। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দল মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়েছে এবং দলের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই তিনি 'খেজুর গাছ' প্রতীককে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি 'খেজুর গাছ'-কে এ অঞ্চলে 'ধানের শীষের' সমতুল্য উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফতুল্লা থানা বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু বলেন, দোয়া মাহফিলের পরে নির্বাচনী প্রচারণার জন্য তারা আবারো জনগণের কাছে আসবেন।
সভায় বক্তারা তাঁর জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁকে একজন সৎ, মানবিক ও সমাজসেবামূলক মানুষ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার কথা বলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আলমগীর হোসেন।
এতে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর বারী ভূইয়া, সভাপতি শহিদুল ইসলাম টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, এনায়েত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























