
এস এম রিফাত,কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম মাজহারের পক্ষে আয়োজিত এ মতবিনিময় সভাটি হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এক বিশাল গণজোয়ারে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম মাজহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল, জেলা কৃষক দলের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি. এস. শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ এবং হোসেনপুর পৌর বিএনপির সভাপতি শফিকুল হক শফিক।
সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মাজহার বলেন আজ দেশে চলছে চক্রান্ত ও ষড়যন্ত্র। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি যাকে মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়িয়ে নির্বাচনে বিজয়ী করব। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”





























