
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া-কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে রাজনৈতিক তৎপরতা চূড়ান্ত রূপ নিয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) এ আসনে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দীন।বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আবুল বাসার রেজওয়ান।গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম।জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন ভূঁইয়া।বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন।বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মো. শাহরিয়ার জামান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আনিসুজ্জামান খোকন ও নূর উদ্দীন আহমেদ।
পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ-২ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ জানুয়ারি (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন এবং এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭০টি।





























