
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ প্রায় ১৭ বছর পর কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং -বি-৯৩৮) কোম্পানীগঞ্জ শাখার কমিটি ঘোষনা করা হয়েছে।
বুধবার কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মফিজুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান স্বাক্ষরিত পত্রে মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনকে সভাপতি ও ফেরদৌস হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয় ।
নতুন কমিটি ঘোষণা হওয়ায় কমিটির সভাপতি ভিপি জাকির হোসেন চেয়ারম্যান বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এই শ্রমিক ইউনিয়ন। দীর্ঘ ১৭ বছর পর পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষনা করায় আমি কোম্পানিগঞ্জ পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা -৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা -৩ ( মুরাদনগর) আসনের সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার ও কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এর প্রতি।





























