
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তার ছেলে ও আপন বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে আচমিতা বাজারে বিএনপি নেতা আব্দুল হান্নানের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান বলেন, "গত ৩ নভেম্বর আচমিতা এলাকার মাসুদ মিয়ার সঙ্গে তারই চাচাতো ভাই শাকিলের ঝগড়ার ঘটনাকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে। পরে ওই ঘটনার জের ধরে আমার ছেলে কলেজছাত্র জুনায়েদকে প্রধান আসামী ও আমার আপন বড় ভাই মতিউর রহমানকে আসামী করে কটিয়াদী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে।"
তিনি অভিযোগ করেন, "ওই ঘটনার সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও সম্পৃক্ততা নেই। স্থানীয় একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের করেছে একটি শ্রেণি। তাদের ঝগড়া চলছে প্রায় ৩০ বছর ধরে। তাদের সাথে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নাই।"
এসময় তিনি আরো বলেন, "তদন্ত ছাড়াই আমার কলেজপড়ুয়া ছেলে ও আপন বড় ভাইকে মামলার আসামী করে এফআইআর করা হয়েছে। এবং মেডিক্যালের ছাড়পত্র ছাড়াই ওসি তরিকুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব করে মামলাটি এফআইআর করেছে।"
এ সময় আচমিতা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





























