
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে বিএনপি প্রার্থী হ্যামিলনের বাঁশিওয়ালা খ্যাত মো. কামরুল হুদা দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় বাবার কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেন জনসংযোগ। পরে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে তাঁর এই গণসংযোগ চলে উপজেলার প্রায় ৮৬ কিলোমিটার এলাকা জুড়ে। এসময় প্রায় ২ হাজারের অধিক মোটরসাইকেল, শতাধিক মাইক্রোবাস নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে জনসংযোগ ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে বিএনপি মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে বের হয় বিশাল শোভাযাত্রা। কুমিল্লার চৌদ্দগ্রামে এই প্রথম বিএনপি মনোনীত নবীন ও জনপ্রিয় এই প্রার্থী সহজেই মানুষের মন জয় করবে বলে প্রত্যাশা সমর্থকদের। যার জন্য সমর্থকরা তাকে চৌদ্দগ্রামের হ্যামিলনের বাঁশিওয়ালা হিসেবে আক্ষায়িত করেছেন।
দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি ও শোভাযাত্রা ঘুরে আসে আমজাদের বাজার, বাতিসা, পদুয়া রাস্তার মাথা, লক্ষীপুর বাজার, আলকরা, কালিয়ারতল বাজার, গুনবতী, চৌধুরী বাজার, জগন্নাথদীঘি, ধোড়করা বাজার, চিওড়া, করপাটি বাজার, কনকাপৈত, মুন্সিরহাট বাজার, কাদৈর বাজার, শুভপুর, কাশিনগর, কলাবাগান বাজার, শ্রীপুর, রাজার বাজার, কালিকাপুর, মিয়া বাজার পাম্প, উজিরপুর, আমানগন্ডা ও ঘোলপাশা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা।
গণসংযোগ চলাকালে কামরুল হুদা স্থানীয় জনগণ, ব্যবসায়ী, কৃষক ও তরুণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে— এ লক্ষ্যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এসময় তিনি সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। এসময় তিনি ধানের শীষকে নির্বাচিত করলে একটি শান্তি- সম্প্রীতি ও উন্নত চৌদ্দগ্রাম উপহার দেয়ার আশ্বাস দেন তিনি।





























