
।
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি সমর্থিত নেতা এটিএম মিজানুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তাঁর অনুসারীরা।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সময়ে যানবাহন চলাচলে সাময়িকভাবে ব্যাঘাত ঘটে এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, এটিএম মিজানুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি সংগঠন পুনর্গঠিত হয়েছে, এবং বিগত দুর্দিনে তিনি সবার পাশে ছিলেন উল্লেখ করে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারে উদ্যোগ নেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।





























