
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার
কুমিল্লার মোস্তফাপুরে ছারছীনার পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফী আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইন মাদ্রাজিল্লাহুল আলীর মূল্যবান নসিহত ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হলো ২দিন ব্যাপী ১১ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৮ ও ৯ জানুয়ারি ২দিনব্যাপী আয়োজিত এই মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।
মাহফিলে বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন ডক্টর কাফিল উদ্দিন সরকার ছালেহী, ছারছীনা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফছারী,সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর শরাফত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা ডক্টর রুহুল আমিন, হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ,যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা কাজী মফিজ উদ্দিন জেহাদী, ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা মুফতি আবু ওয়াক্কাছ,হযরত মাওলানা সামছুল আলম মোহেব্বী,মাওলানা মামুনুল হক, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ সহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম।
পীর ছাহেব কেবলা তার আলোচনায় আল্লাহ তায়ালা ও রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য সকলকে বিশেষ গুরুত্ব সহকারে নসিহত করেন।
তিনি আখেরি মোনাজাত পূর্বে উপস্থিত সকলকে তাওবা ও বাইয়াত করান ও মোস্তফাপুর মাদ্রাসার ১২ জন হাফেজ ছাত্রকে পাগড়ী পরিধান করিয়ে দেন। পরে পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
মাহফিল আয়োজন কমিটির পক্ষ থেকে মাহফিলে আগত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।





























