
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বেসরকারী ব্যাংক থেকে রুমাল দিয়ে কৌশলে এক নারী গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার সময়ে আবুল কালাম (৫৫) নামে রুমাল পার্টির এক সদস্যকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে পূবালী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখায় এ ঘটনাটি ঘটেছে।
তথ্যটি বিকালে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
জানা যায়, সোমবার দুপুরে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার নারী গ্রাহক পৌরসভার পাঁচরা গ্রামের মাসুকা বেগম তার ব্যক্তিগত একাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে গুনে বুঝে নেওয়ার সময়ে রুমাল পার্টির সদস্য আবুল কালাম কৌশলে রুমাল দিয়ে এক লক্ষ টাকার একটি বান্ডিল হাতিয়ে নিয়ে যাওয়ার সময়ে মাসুকা বেগমের মেয়ে দেখে চিৎকার করে। এ সময়ে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা প্রহরী গেইট আটকিয়ে দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ আবুল কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আবুল কালাম ঢাকা সূত্রাপুর থানার লালচাঁন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, পূবালী ব্যাংকে রুমাল দিয়ে নারী গ্রাহকের হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আবুল কালাম নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ভূক্তভোগী নারী মামলা করার প্রস্তুতি নিচ্ছে।





























