
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১০)।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ১২ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপির একটি টহলদল সদর দক্ষিণ উপজেলার বদরপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন অবস্থায় একটি অটোরিক্সাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি ।





























