
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৮৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর উদ্যোগে সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ১০ বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায়।
অভিযানে ট্রেনের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল ও ফুচকার উপকরণ আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃত চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি ।





























