
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুরে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
সংঘর্ষ চলাকালে দেলোয়ার হোসেন নয়ন ও মোঃ আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে অন্তত ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে আলীয়ারা গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নতুন নয়। এর আগে গত ৩ আগস্ট ২০২৫ সালে একই বিরোধের জেরে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন এলাকা ছাড়তে বাধ্য হয়।
সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় বাস্তুচ্যুত পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। সেই উত্তেজনারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবারের এই প্রাণঘাতী সংঘর্ষে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।





























