
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনের শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১শে নভেম্বর) সকাল ১০ ঘটিকায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি, নুরানী ও নাজিরা বিভাগ ও হিফয বিভাগের শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
এসময় শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ খালেদ হোসাইন বলেন, ইসলামিক ও নৈতিক শিক্ষার লক্ষ্য নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রাসায় প্লে থেকে নবম শ্রেণি নুরানী ও নাজিরা বিভাগ হিফয বিভাগ এর পাঠ দান করা হয়। আজ ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার ১ম পর্ব অনুষ্ঠিত হয়। এরপর আমাদের ২য় পর্ব ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ২য় পর্বের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার কার্যনির্বাহী পরিচালক এম. এ হাসান, আবুল কালামসহ অভিভাবকবৃন্দ।
এসময় এম.এ হাসান বলেন, মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুতবা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দিবেন। তাই আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
পরীক্ষা হল পরিদর্শন ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক, মাওলানা ফরিদ উদ্দিন, আল- আমিন তামিম,লিজা, সোহাগ, শাহাদাৎ, ফরিদ, কবির,আইয়ুব আলী,ওমর ফারুক, ইউসুফ হাসান,শিহাব উদ্দীন, নাজিম উদ্দীন প্রমুখ।





























