
‘রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩৬ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ অভিযানে অন্তত ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাশকতার প্রস্তুতি ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি রোধে জেলার ২৬টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
জানা গেছে, ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধান শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায়কে ঘিরে সংগঠনটি ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “কর্মসূচি যেহেতু পূর্বঘোষিত, আমরা ১০ তারিখ থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। রিজার্ভ ফোর্স থেকেও ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, ঢাকা অভিমুখী সড়কগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং মোবাইল টিমসহ যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।
জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া ২৯ জনের মধ্যে সদর থানায় ৭ জন, ফতুল্লায় ৫ জন, সিদ্ধিরগঞ্জে ২ জন, বন্দরে ৪ জন, রূপগঞ্জে ৫ জন, সোনারগাঁয়ে ২ জন এবং আড়াইহাজারে ৪ জন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও পূর্বের আন্দোলনে সংঘটিত সহিংসতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।





























