
মুন্সি শাহাব উদ্দিন , (লোহাগাড়া প্রতিনিধি) চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রিজের কাজে অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গেলে ঠিকাদার কর্তৃক লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদ কর্মি। এসময় সাংবাদিকদের মোবাইল ভাংচুর ও হুমকি দেয় ঠিকাদার।
ভুক্তভোগী সংবাদিক এর নাম আব্দুল আওয়াল জনি। সে চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক আজাদী মাল্টিমিডিয়া ও অনলাইন এর সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযুক্ত ঠিকাদার মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর কন্ট্রাকটর (৬০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড,স্কুল রোড এলাকার মৃত নজির আহমদের পুত্র।
৩ মার্চ (রবিবার) বিকেল সোয়া ৩ টার সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আবদুল আউয়াল জনি জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৯নং ওয়ার্ডস্থ আধারমানিক এলাকায় হাঙ্গর খালের উপর নির্মানাধীন ব্রীজের কাজে অনিয়ম নিয়ে বক্তব্য নিতে গেলে মঞ্জুর আলম নামে ঐ ঠিকাদারের হামলা ও হুমকির শিকার হই। এসময় মঞ্জুর আলম ক্ষিপ্ত হয়ে সংবাদের ভিডিও ধারণের কাজে ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে।
এ ঘটনায় লোহাগাড়া থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, উক্ত ঘটনায় ভুক্তভোগী আবদুল আউয়াল জনি লিখিত জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























