
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে জেলার আওতাধীন লাইসেন্সপ্রাপ্ত ড্রাগ ডিস্ট্রিবিউটর (ডিডি), প্রিকারসর কেমিক্যাল, সিএস, এফএল, বার ও হোমিওপ্যাথি প্রতিষ্ঠানসমূহের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
সোমবার (১০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার জেলা কার্যালয়ের আয়োজিত সভায় বক্তারা বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইনের পাশাপাশি নৈতিক দায়িত্ব পালন করাও প্রতিটি প্রতিষ্ঠানের কর্তব্য।”
আলোচনা শেষে অংশগ্রহণকারী সেবা গ্রহীতা অংশীজনদের ডিএনসির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকদ্রব্য যথাযথভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনারা যদি আইন মেনে চলেন, তাহলে মাদক নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। কোনো অবস্থায় অনিয়ম বা অপব্যবহারে সুযোগ দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন,“লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোই মাদকদ্রব্যের বৈধ প্রবাহের প্রধান মাধ্যম। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।”
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন





























