
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করে ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আদমদিঘী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এসময় ২০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, টাপেন্টাডল ১০ পিস ও কুপিজেসিক ইনজেকশন ৫ পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আল ইবনে মিনহাজ (৩১) হাবিবুর রহমান (৩২), রফিকুল ইসলাম (৫৫),মোবারক (২৩), আরমান সরদার (৪৫)।
ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃতদের মধ্যে ২ জনকে ৬ মাস, ২ জনকে ৮ মাস এবং ১ জনকে ১২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন,“মাদক ব্যবসা ও মাদকাসক্তি আমাদের সমাজের জন্য মারাত্মক হুমকি। অভিযানে ধৃতরা যেন শাস্তি পায়, তা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত তৎপর। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ডিএনসি বগুড়া’র উপপরিচালক জিললুর রহমান বলেন,“আমাদের লক্ষ্য হলো বগুড়া জেলা মাদকমুক্ত করা। আজকের অভিযান সেই প্রচেষ্টার অংশ। জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা চাই সকলেই আইন মেনে চলুক এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতন হোক।”





























