
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। এসময় মালগ্রাম দক্ষিণপাড়া পুকুরপাড় এবং পৌর সেন্ট্রাল মসজিদের সামনে পৃথক অভিযান চালিয়ে মোট ৯০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, বগুড়া জেলার গাবতলী থানাধীন চক সেকেন্দার এলাকার মহিদুলের ছেলে রাকিব (২৬), বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে বাপ্পি (২৩) ও বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম এলাকার বজলুল কাদেরের ছেলে দিপু (২৬)।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির রায় প্রদান করা হয়।
এ সময় গ্রেফতারকৃত রাকিব ও বাপ্পিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিপুকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত আলামত (গাঁজা) ঘটনাস্থলেই ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান অভিযানের বিষয়ে কঠোর সতর্ক বার্তা দিয়ে বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা সরবরাহকারী—যে পরিচয়েই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। বগুড়াকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত, টার্গেটেড ও গোয়েন্দা-নির্ভর অভিযান চালাচ্ছি। আজকের অভিযান তারই অংশ। সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে ডিএনসি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন,“মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিচ্ছি। মাঠপর্যায়ে কাজ করে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই— বগুড়ায় মাদকের কোনো জায়গা নেই। এ ধরণের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”





























