
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
মোংলায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ)–এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তার ছবি ও নাম ব্যবহার করে একাধিক ভুয়া (ফেক) ফেসবুক আইডি ও পেজ থেকে মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগে তিনি মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক মাসুদ রানার অভিযোগ, তার ব্যক্তিগত ছবি—including সন্তানের সঙ্গে তোলা একটি পারিবারিক ছবি—ডাউনলোড করে সম্পাদনার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া স্থানীয় সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ীদের বিরুদ্ধেও একই চক্র অপপ্রচার চালাচ্ছে, যা এলাকায় সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি বাড়িয়ে তুলছে।
তিনি বলেন, মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশের পর একটি অসাধু চক্র আমার নাম ও ছবি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার ওপর এ ধরনের আক্রমণ গণমাধ্যম ও জনস্বার্থের জন্য হুমকি।”
সাংবাদিক মাসুদ রানা ঢাকায় প্রকাশিত দৈনিক স্বদেশ প্রতিদিন ও যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার মোংলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, সাংবাদিক মাসুদ রানার ছবি ব্যবহার করে ফেসবুকে অসত্য ও মানহানিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে দেখছেন এবং দ্রুত ফেক আইডি ব্যবহারকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।





























