
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকাসক্তির ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বগুড়ায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: হাসান মারুফের দিকনির্দেশনায় উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে জেলার আদমদিঘী থানাধীন ছাতিয়ান গ্রাম বাজার এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিএনসির কর্মকর্তারা।
মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি সবচেয়ে কার্যকর উল্লেখ করে তারা বলেন, “মাদক শুধু একজনকে ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ এবং দেশকে বিপর্যস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক সমাজকে ধ্বংস করে দেয়। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে পুরো পরিবার দুর্ভোগে পড়ে। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধই মাদক নিয়ন্ত্রণের প্রধান শক্তি। আপনারা সচেতন হলে আপনার সন্তান নিরাপদ, সমাজ নিরাপদ, দেশ নিরাপদ।”
তিনি আরও বলেন,“যারা যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করতে চায়, তাদের কোনো ছাড় নয়। আমরা কঠোর অভিযান চালিয়ে যাচ্ছি।” ডিএনসি ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি জোরদার করবে।





























