
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় আয়োজিত “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়ামের বাইরের মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্কুল ও কলেজের বাছাইকৃত অনূর্ধ্ব-১৯ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্টেডিয়াম পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলার মাঠে দর্শকদের উচ্ছ্বাস, ব্যানার-ফেস্টুনে সেজে ওঠা গ্যালারি এবং “মাদককে না বলুন” স্লোগানে মুখর ছিল পুরো মাঠ।
হৃদয়কাঁপানো লড়াইয়ে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আদমদিঘী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুপচাচিয়া ফুটবল একাদশ।
খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা, আবেগ ও স্বপ্নের মিশেল যেন ছড়িয়ে পড়ে পুরো মাঠে।
ফাইনাল খেলায় দুপচাচিয়া ফুটবল একাদশ টাইব্রেকারে আদমদিঘী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়ার জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।
প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা তরুণদের উদ্দেশে বলেন,“আপনারা দেশের ভবিষ্যৎ। মাদকের বিরুদ্ধে প্রতিটি তরুণকে সৈনিক হতে হবে। খেলাধুলা আপনাদের আত্মবিশ্বাসী ও সুস্থ করে তোলে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম তিনি বলেন,“মাদক শরীর ও মন দুটোই ধ্বংস করে। যুব সমাজকে আসক্তিমুক্ত রাখতে ক্রীড়া সবচেয়ে কার্যকর উপায়।”
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম তিনি বলেন,“মাদকের উৎস বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী যেমন কাজ করছে, তেমনি সামাজিক সচেতনতা তৈরিও জরুরি। আজকের এই টুর্নামেন্ট সেই সচেতনতারই অংশ।”
তিনি আরো বলেন,“এ ধরনের আয়োজন বাড়ানো গেলে মাদকের ভয়াল থাবা থেকে তরুণরা আরও দূরে থাকবে।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান বলেন,“মাদকবিরোধী যুদ্ধ শুধু ডিএনসি’র নয়—এটা পুরো জাতির যুদ্ধ। পরিবার থেকে স্কুল-কলেজ—সব জায়গায় সচেতনতার ঢেউ তুলতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বগুড়ার বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।





























