
নিজস্ব প্রতিবেদক:“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে মধুপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই কর্মসূচির আওতায় মধুপুর উপজেলার ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্লেগ্রাউন্ড নির্মাণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. জুবায়ের হোসেন।
উদ্বোধনকালে জুবায়ের হোসেন বলেন, “শিশুরা যেন আনন্দের সাথে শেখে, খেলাধুলার মাধ্যমে বিকশিত হয় এটাই আমাদের লক্ষ্য। স্কুলের পরিবেশ যত আনন্দময় হবে, শিশুদের শেখার আগ্রহও তত বাড়বে।”
একই সাথে শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের মুরাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ছোটদের মনে দেশপ্রেম, ঐতিহ্য ও গৌরবের বোধ জাগ্রত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুবায়ের হোসেন আরও বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া রোধে নিরলসভাবে কাজ করতে। এজন্য শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, “প্রত্যেকটি বিদ্যালয়ের প্লেগ্রাউন্ড নির্মাণের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শিশুরা যেমন বিনোদনের সুযোগ পাবে, তেমনি তাদের শারীরিক ও মানসিক বিকাশও ত্বরান্বিত হবে।”
এই উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং শিশুদের মানসিক বিকাশে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।





























