
আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুজিত চন্দ্র সরকার (৪৮)–কে গ্রেফতার করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ছিল। তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী গ্রামের মৃত সতীশ চন্দ্র সরকারের ছেলে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চানপুর মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, সুজিত কলমাকান্দা থানার মামলা নং–১২(০৪)/১৩, জিআর–৭১(২)/১৩, টিআর–৪১১/১৯ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, “আইনের চোখে কেউ অপরাধ করে পার পাবে না। সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে"।





























