
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ের পিছনের এলাকায় সংরক্ষিত পাটখড়ির গাদায় আগুন লেগে কয়েকজন ব্যবসাীর পাটখড়ি, তিনটি গাছ এবং একটি ঘরের বারান্দা পুড়ে গেছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিক্রির জন্য রাখা পাটখড়িতে হঠাৎ আগুন দেখে তারা মাটি ও পানি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে একাধিক পাটখড়ির গাদা সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে ধর্মপাশা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে গনি মিয়া বলেন,
“পাটখড়ি শুধু জ্বালানি না, ঘরের বিভিন্ন কাজেও লাগে। আগুনে আমার অন্তত ৯০ হাজার টাকার পাটখড়ি পুড়ে গেছে। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি।”
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন,
“জেলা পরিষদের বাংলোর পাশে সংরক্ষিত পাটখড়ির গাদায় আগুন লাগে। এতে কয়েকটি গাদা, তিনটি গাছ ও ঘরের একটি বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষতিগ্রস্তদের মানবিক সহযোগিতা করা হবে।”




























