
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেস-২ পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মুক্তারপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মো. সাখাওয়াত হোসেন মধ্যনগর উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। গ্রেপ্তারের পর বুধবার রাত ১০টা ৫০ মিনিটে তাকে মধ্যনগর থানায় আনা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




































