
ইমরান নাজির মহেশখালী (কক্সবাজার)
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। তিনি দেশের জনগণের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কারো রক্ত চক্ষু তোয়াক্কা না করে জন্মভূমিতে ফিরে এসেছিলেন। যার ফলে শিক্ষা ক্ষেত্রে সহ সর্ব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশকে এখন মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অন্য সরকার দেশের শিক্ষার উন্নয়নে কোন কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন। শিক্ষকদের বেতন সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন।
২০২৪ সালের মহেশখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
শুক্রবার ১৭ মে বিকাল ৩টায় উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংর্বধনা অনুষ্ঠানে মহেশখালী উপজেলার ১৬টি শিক্ষা ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮২ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সংর্বধনা অনুষ্ঠানে ফটিকছড়ির ভুজপুর থানার ওসি ও এস বি ওয়েলফার এসোসিয়েশন প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুহিব উল্লাহ ছিদ্দিক।
এছাড়াও সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরখালী ডিগ্র কলেজে অধ্যক্ষ মুজিবুর রহমান, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,কুতুবজুম জামেউস্ সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার সুপার: মোঃ আজহারুল ইসলাম,উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: রফিকুল আলম, এস আর বি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উপদেষ্টা জহিরুল ইসলাম, আর বি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল হোসেন।







































