
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন ইমন হোসেন (২৪) ও আমির হোসেন (২৫)। ডিএনসি জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইমন হোসেন মিশনপাড়া এলাকার স্বপ্ননীল আবাসিক এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়। অপর গ্রেপ্তার আমির হোসেন নারায়ণগঞ্জ সদর থানাধীন ডন চেম্বার এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





























