
সাইফুর নিশাদ, মনোহরদী
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে পাঁচজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাচিকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির উদ্দেশ্যে অপসারণ করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত পাঁচজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। আদালত প্রত্যেক অভিযুক্তকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।





























