
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়ম দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করে নদীর পাড় সংলগ্ন বসবাসরত স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঠিকাদার প্রতিষ্ঠান মিলেমিশে অনিয়ম করে বাঁধ নির্মান করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।শনিবার ২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়ার দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা পাড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবন্ধনে স্থানীয় বাসিন্দা মোহরলাল চক্রবর্তী, গিয়াসউদ্দিন, বিশ্বরূপ চন্দ্র দাস, নিরাজঞ্জ চন্দ্র দাস, প্রতাপ চন্দ্র দাস, কামাল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঠিকাদার প্রতিষ্ঠান মিলেমিশে দখিনা হাওয়া সি-বিচ থেকে নুরুউদ্দিন মার্কেট পর্যন্ত বেড়ী বাঁধ নির্মানে দুর্নীতি ও অনিয়ম করে বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান করছে। ওই এলাকার বেড়ীবাঁধটি পুরাতন ফোল্ডারে না করে নদীর মধ্য দিয়ে করা হচ্ছে। এতে এই বাঁধটি বর্ষা মৌসুমে ভেঙ্গে যেতে পারে। এছাড়াও বাঁধ নির্মানে নিম্নমানের বালি ব্যবহার সহ অন্যান্য ব্যবহার করছে বলে অভিযোগ স্থানীয়দের।এছাড়াও স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই বাঁধ নির্মানের শুরু থেকে তারা প্রতিবাদ করে আসছে। গত বছর প্রতিবাদ করতে গিয়ে বাঁধ সংলগ্ন বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাসেদ নিহত হন। তখন পাউবো ও ঠিকাদার প্রতিষ্ঠান এই বাঁধটি পুরাতন ফোল্ডারে ও সঠিক উপকরণ ব্যবহার করে করা হবে বলে আশ্বস্ত করেন। কিন্তু তারা তা না করে নদীর মধ্যখানে বাঁধ নির্মাণের কাজ ফের শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা পুরাতন ফোল্ডারে ও সঠিক উপকরণ ব্যবহার করে বাঁধ নির্মাণের দাবী করেন।এই ব্যাপারে বাঁধ নির্মাণের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বড় ভাই আজাদ জানান, গত বছর সি-বিচ থেকে নুরুউদ্দিন মার্কেট এলাকা পর্যন্ত বাঁধের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে তার ভাই ছাত্রদল সম্পাদক রাসেদ নিহত হন। তিনিও বাঁধটি পুরাতন ফোল্ডারে ও নিয়ম মেনে কাজ করার দাবী করেন।এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাঁধের কাজ ফের শুরু হয়েছে।এই ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কোন কর্মকর্তা এই ব্যাপারে কথা বলতে রাজি হননি।এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, নিয়ম মেনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ করা হচ্ছে। কোন অনিয়ম হয়নি। বাঁধের কোন ঝুকি নেই।উল্লেখ্য, গত বছরে ১৯ মার্চ বাঁধ নির্মাণের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে সি-বিচ এলাকায় মারধরে নিহত হন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ রাসেদ।





























