
মোঃ আল মামুন,বিশেষ সংবাদদাতাঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে উপজেলার কুমিরমারায় অবস্থিত স্থানীয় ক্রীড়া সংগঠন 'হলতা কুমিরমারা ইউনাইটেড ক্লাব ' এর আয়োজনে ১৬ দলীয় " আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ " এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার(৮ জানুয়ারী) স্নানীয় হলতা কুমিরমারা আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনবা গোলাম সরোয়ার শাহিন।
এ সময়ে উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী মামুন হাওলাদার,হলতা কুমিরমারা ইউনাইটেড ক্লাবের কোচ ও উপদেষ্টা জনাব তানভীর হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ও হলতা কুমিরমারা ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ আল মামুন প্রমুখ।
আয়োজকেরা জানান, মরহুমা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় ভাই বন্ধু ক্রীড়া ক্লাব লক্ষ্মনার দেওয়া ১৩ ওভারে ৬৬ রানের লক্ষ্যে নেমে ৫৩ রানে গুটিয়ে যায় গোলাঘাটা একাদশ। ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হন ইমরান হোসেন।





























