
শাকিল প্রধান :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হক পাটোয়ারী,জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আরশাদ আলী ঢালী, সদস্য সচিব মাওলানা মোঃ মোকসেদুর রহমান, জেলা শুরা সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের পরিচালনা কমিটির সদস্য মো. সুরুজ মাস্টার, মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুল মুবিন প্রমূখ।
মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রফেসর আবু ইউসুফ বলেন, সরকার সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে। তবে কেবলমাত্র প্রার্থীর নয় প্রার্থীর কর্মী-সমর্থকসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসময় তিনি সরকারকে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের আহ্বান জানান।





























