
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদেরের নির্দেশনায় বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার বাখরবাদ এলাকার মোসাঃ রুমি বেগম, বৈলাবাড়ি গ্রামের তাসলিমা, বাখরবাদ সাহেবনগর এলাকার সেলিনা আক্তার, সাহেবনগর মধ্যপাড়ার সালমা আক্তার, আড়ালিয়াকান্দির মোঃ বিল্লাল হোসেন, মকলিশপুর গ্রামের ইমন আহমেদ, ঘোষঘর গ্রামের মোঃ কালা মিয়া, গাজীপুর মোল্লা বাড়ীর মোঃ কবির হোসেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল। ওসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি আরো বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে এ ধরনের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করছি।





























