
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার অপসরন, প্রকাশ্যে ধূমপান ও মূল্য তালিকা না থাকায় দোকানদারকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র মোঃ আবদুর রহমান।
সোমবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এবং যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোম্পানীগঞ্জ বাজারের গ্যাস সিলিন্ডার দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণের ২০০৯ আইনে দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী ২ ব্যক্তিকে ৬০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রঘুরামপুরে গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে ২ টি ড্রেজার মেশিন অপসারণ ও প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।





























