
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভুবনঘর গ্রামে এ নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
ধামঘর ইউনিয়ন জামাতের আমির মাও. খন্দকার আব্দুল আউয়াল এর
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ ইউসুফ হাকিম সোহেল।
২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আবু হানিফের আয়োজনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মাও. কবির আহমেদ,
ধামঘর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ স্বপন সরকার, ২ নং ওয়ার্ড জামাতের ইউনিট সভাপতি মামুনুর রশিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ হাকিম সোহেল বলেন, কোরআনের আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন নিশ্চিত হলে দেশে চাঁদাবাজি, দুঃশাসন, দুর্নীতি, চুরি-ডাকাতি ও খুন-খারাপি চিরতরে বন্ধ হবে। এতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আলোচনা শেষে তাবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





























