
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ৩ চোরকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে অবস্থিত উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আলম মিয়া প্রকাশ আলাল এর ছেলে মো: আশরাফুল ইসলাম(২০), আমজাদ এর ছেলে মো: সবুজ(২১) ও আলম মিয়া এর ছেলে মো: সাকিব(২০)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় মুরাদনগর উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে একটি মোটরসাইকেল সহ প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় ৩ চোরকে আটক করা হয়। তাদেরকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, তারা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের নামে আগেরও ডাকাতির চেষ্টা, চুরি সহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে চুরি করার অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




























