
স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে কুমিল্লার মুরাদনগরে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত ষষ্ঠ স্কাউট সমাবেশ মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে মহা তাঁবু জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
মুরাদনগর উপজেলা স্কাউটস কমিশনার মো. ময়নাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এল.টি শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহধর্মিনী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, স্কাউট লিডার ট্রেইনার আখতারুজ্জামান, এলটি খালেদা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক সফিকুল ইসলাম, বেলাল উদ্দিন আহাম্মদ, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইম ভূইয়া, আন্দিকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট সদস্যবৃন্দ।
মহা তাঁবু জলসায় ক্ষুদে স্কাউট দলের বালক-বালিকারা নৃত্য, জারি, বাউল ও দেশাত্বকবোধক গান পরিবেশন করে উপস্থিত সকল দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।





























