
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ও উপজেলা নির্বাচন কর্ক মোহাম্মদ বেদারুল ইসলামের তত্ত্বাবধানে রবিবার সকাল ৯টা থেকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালা ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইনগত কাঠামো, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা প্রদান, অনিয়ম ও সহিংসতা প্রতিরোধ, ফলাফল প্রেরণের পদ্ধতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ১৭৫ জন প্রিজাইডিং, ৯৪০ জন সহকারী প্রিজাইডিং ও ১৮৮০ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন। ২২ জন ট্রেইনার প্রশিক্ষনার্থীদেরকে প্রশিক্ষণ দেবেন।





























