
নানা আয়োজনে পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৯টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় তিনি শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্বিকভাবে পাকুন্দিয়ায় দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবসটি আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়।




































