
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোটে নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ১৭ ডিসেম্বর দুপুরে সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আবু আহমদ ও মাস্টার লোকমান হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য ও জামান্স ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক বশিরুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. শোয়েব খন্দকার, কাজী জসীমউদ্দীন, আব্দুল কাদের জিলানী, আবুল বাশার বাবুল ও আব্দুস সাত্তার।
সভায় আরও বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য প্রফেসর শাহজাহান, কবির খান, আব্দুল মমিন, আবু তৈয়্যব মজুমদার, সাহাব উদ্দিনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বশিরুজ্জামান খান ডায়াবেটিস রোগীদের সেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যান্য বক্তারা বলেন, নাঙ্গলকোট ডায়াবেটিক সমিতি গত পাঁচ বছর ধরে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে স্বল্প খরচে সকল রোগের চিকিৎসা ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তারা জানান।
অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় সমিতির আজীবন সদস্য, সাধারণ সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




































