
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট এ. আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ময়দানে জাঁকজমক পূর্ণভাবে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা সহকারী ভূমি অফিসার মিল্টন চাকমা, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মুজিবুর রহমান মোল্লা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ ৪ এর সভাপতি সাখাওয়াত হোসেন শাহিন সহ প্রমুখ।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করেছিল।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ও প্রতিটি শ্রেণীর বার্ষিক পরীক্ষা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




























