
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নারায়ণ ভাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ১৯ জানুয়ারী সোমবার “শিক্ষার মান উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প” এর উদ্যোগে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার তাপস কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পিটিআইয়ের সুপারিনটেনডন্ট সনজিত কুমার সিংহ, উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাইন উদ্দিন মজুমদার,বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের দাতা সদস্য মশিউর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নজির আহমেদ কোম্পানি, বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির আহমদ মজুমদার, বাংলাদেশ পন্য পরিবহন এজেন্সি মালিক সমিতির এক্সিউটিভ মেম্বার কামরুল ইসলাম সবির, নারায়ন ভাতুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা খোকন ভূঁইয়া সহ বিভিন্ন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব এডভোকেট মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে আরও উৎসাহিত করবে।
উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামবাসী ও নারায়ণ ভাতুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।





























